ঢাকা: বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪ইং (চেতনা ২৪ নিউজ) আজ ০৫ ই ডিসেম্বর বৃহঃস্পতিবার দুপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডুয়েট কম্পিউটার সোসাইটি কর্তৃক “Turning Passion into Profession” বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়।
উক্ত সেমিনারে আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ড. উৎপল কুমার দাস, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ড. রফিকুল ইসলাম, ডুয়েট কম্পিউটার সোসাইটির মডারেটর খাজা ইমরান মাসুদ। উক্ত সেমিনারের মূল আকর্ষণ এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ার আনিসুল ইসলাম। তিনি ফিনল্যান্ডের স্বনামধন্য ইন্টেগ্রিফাই-এ ফুল-স্ট্যাক প্রশিক্ষক ও ডেভেলপার হিসেবে কর্মরত আছেন। সেমিনারের শুরুতে ছাত্রকল্যাণ পরিচালক বলেন ডুয়েট ছাত্র-ছাত্রীদের আইটি বিষয়ে কিভাবে পারদর্শী হতে পারে, এবং কিভাবে নিজেদের যোগ্য করে তুলতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে ডুয়েট প্রশাসন। এরকম একটা সেমিনারের আয়োজন করায় তিনি ডুয়েট কম্পিউটার সোসাইটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও বক্তব্য রাখেন ডুয়েট কম্পিউটার সোসাইটির প্রধান উপদেষ্টা ড. রফিকুল ইসলাম। তিনি উপস্থিত সকলকে অনুষ্ঠানকে সুন্দর ভাবে সম্পন্ন করা আহবান জানান এবং ইঞ্জিনিয়ার আনিসুল ইসলামকে বিশেষ করে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রদেরকে নিয়ে কাজ করার আহবান ব্যক্ত করেন।
সেমিনারের কী নোট স্পিকার আনিসুল ইসলাম শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহারে অভ্যস্ত হয়ে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া বহিঃবিশ্বের সাথে তাল মিলিয়ে কীভাবে বাংলাদেশের শিক্ষার্থীরা এগিয়ে যেতে পারে সে বিষয়গুলো তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের সাথে আই টি কোম্পানিগুলো কি ধরনের সম্পর্ক উন্নয়ন করা দরকার বিস্তারিত আলোচনা করেন। বক্তৃতার শেষের অংশে প্রশ্নোত্তর পর্বে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
এছাড়া সেমিনার উপলক্ষে অনলাইনে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় যাতে ডুয়েটের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও অনুষ্ঠানের মূল বক্তাকে পুরস্কার প্রদানের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে
মন্তব্য করুন