ময়মনসিংহ: বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪ইং (চেতনা ২৪ নিউজ) টঙ্গী বিশ্ব ইজতেমায় আলোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে সারাদেশের ন্যায় মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভালুকা উলামা পরিষদ।
১৯ ডিসেম্বর বৃহস্পতিবার আসরের নামাজের পর ভালুকা উলামা পরিষদের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল মজিদের নেতৃত্বে মানব বন্ধন ও বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা শাখার দাওয়াত ও তাবলীগের আমির মাওলানা মোহাম্মদ আলী, বিশিষ্ট আলেমেদীন মাওলানা আলমগীর কাসেমী সাহেব, ভালুকা ইত্তেফাকুল উলামার সভাপতি জনাব মাওলানা আতিকুল ইসলাম শেখ, বরাইদ বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা খলিলুর রহমান সাহেবসহ বিভিন্ন অঙ্গ সংঘটনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা সা’দ পন্থীদের সমস্ত সংঘটন নিষিদ্ধ করার পাশাপাপাশি, ইসতেমায় বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান । বতর্মান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অসুস্থদের চিকিৎসা, ও নিখোঁজদের খোঁজে বের করে পরিবারের কাছে হস্তান্তরের জন্যও জোর দাবি জানান।
মন্তব্য করুন