শেরপুর: শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫ইং (চেতনা ২৪ নিউজ) “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”। এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে শেরপুর জেলার নকলা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় ৮নং চরঅষ্টদর ইউনিয়ন পরিষদ বনাম ৩নং উরফা ইউনিয়ন পরিষদের খেলা অনুষ্ঠিত হয়।
২৪ জানুয়ারি ২০২৫ শুক্রবার আজ বিকাল ৩:৩০ মিনিটে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ১-০ গোলে ৩নং উরফা ইউনিয়ন পরিষদকে হারিয়ে ৮নং চরঅষ্টদর ইউনিয়ন পরিষদ জয় লাভ করে। ম্যান অব দ্য ম্যাচ লাভ করেন সজল,ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার গ্রহণ করেন শিশির।
খেলা পরিচালনার দায়িত্বে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মোঃশফিউল্লাহ, সহকারী রেফারির দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর আলম, শাহ্ মহিউদ্দিন আহাম্মদ লাভলু ।
উক্ত খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলার সফল উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। তিনি প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন।
এ সময় খেলায় আরো উপস্থিত ছিলেন, নকলা উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক খোরশেদ আলম , উপজেলা জামায়াতের আমির সারোয়ার আলম , ৩ নং উরফা ইউনিয়ন চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভুট্টু,চন্দ্রকোনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দুলাল, গৌড়দ্বার দ্বীমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেফাজ মাষ্টার, স্থানীয় সাংবাদিক বৃন্দসহ হাজারো ফুটবল প্রেমী দশর্ক।
মন্তব্য করুন