নাটোর: বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৫ইং (চেতনা ২৪ নিউজ) নাটোরের নলডাঙ্গায় ৪নং পিপরুল ইউনিয়নের সরদারপাড়া গ্রামের ওস্তার (৫২) পিতা মৃত সুকুর মৃধা এর একমাত্র বসতবাড়ী আগুনে পুরে ছাই।ধারনা করা হয় বিদ্যুতিক বাল্প ব্লাস্ট হয়ে এই আগুনের সুত্রপাত ঘটেছে। ৫ ফেব্রুয়ারি (বুধবার) আনুমানিক সন্ধা ৬:৫০ মিনিটে আগুনের সুত্রপাত ঘটে এবং ২০-২৫ মিনিটের মধ্যেই সবকিছু পুরে ছাই হয়ে যায়। এসময় বিদুৎ বিচ্ছিন্ন থাকায় দমকলকর্মী পৌছানোর পুবের্ই গ্রামবাসী পুকুর থেকে পানি এনে অনেক চেষ্টা করেও রক্ষা করতে ব্যর্থ হয় মোঃ ওস্তারের একমাত্র ঘরটি।
ঘরে থাকা ১টি ফ্রিজ, ১টি সুকেস,১টি বাকসা,২টি খাট, নগদ ৬০ হাজার টাকাসহ অন্যান্য আসবাবপত্র ও টিন সেটের বাড়ীসহ তিন থেকে চার লক্ষ টাকার জিনিসপত্র ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পরিবারের একমাত্র অভিভাবক ওস্তার এবং গ্রামবাসী।
বর্তমানে ১ছেলে,১মেয়ে এবং পরিবারসহ গৃহহীন ওস্তার হোসেন।
মন্তব্য করুন