একাত্তর টিভির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে মোমেনশাহী এতিমখানায় শিশুদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। শনিবার (২১ জুন) সকাল ১১টায় নগরীর পাটগুদাম ব্রীজ মোড় সংলগ্ন মোমেনশাহী এতিমখানায় এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
একাত্তর টিভির ময়মনসিংহ জেলা প্রতিনিধি বাবুল হোসেন অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ।
প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এড. এম এ হান্নান খান, বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, শহীদ সাগরের বাবা আসাদুজ্জামান আসাদ, ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান, এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, এড. মোজাম্মেল হক, শেখ মহিউদ্দিন আহম্মেদ, আনন্দ মোহন কলেজের সাবেক অধ্যক্ষ জাকির হোসেন,প্রিমিয়ার আইডিয়ার স্কুলের প্রধান শিক্ষক চাঁন মিয়া, জামায়াতে নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, তানভিরুল ইসলাম, মইনুদ্দিন রায়হান, শেখ আব্দুল আউয়াল, আতাউর রহমান জুয়েল, শিবু মজুমদার, মনজুরুল ইসলাম, এনায়েত কবির,মুন্না,টুটুল,মোনালিসা, হুমায়ুন কবীর লোটাস, ময়মনসিংহ ৭১ টিভির পরিবারবর্গ, ছাত্র ইউনিয়ন সভাপতি গকুল সুত্রধর মানিক।
এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এতিমখানার সকল শিক্ষার্থী ও তত্বাবধায়ক মো. মোজাম্মেল হক এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ।
এতিমখানা শিক্ষার্থীরা ও আমন্ত্রিত অতিথিদের কে নিয়ে কেক কাটা হয় ।
মন্তব্য করুন