প্রকাশের সময়: ২:৫০ পিএম । বুধবার, ১৮ জুন ২০২৫ প্রিন্টের তারিখঃ ৯:৩৭ পিএম । শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই

ফুয়াদ হাসান ময়মনসিংহ প্রতিনিধি, চেতনা ২৪ নিউজ ।।

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পৌরশহরের গরুবাজার মসজিদ মার্কেটে বুধবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। এতে অন্তত ৯ টি দোকান ও দোকানে থাকা মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে তাদের কোটি টাকার ক্ষতি হয়েছে।

 

স্থানীয়রা জানান, আবহাওয়া খারাপ থাকায় সকলেই আগে ভাবেই দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। হঠাৎ মার্কেট থেকে আগুনের শিখা দেখতে পান এলাকাবাসী। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে পাশ্ববর্তী ফুলপুর উপজেলা ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিট এ কাজে যোগ দেন।

 

ফায়ার সার্ভিসের সদস্যরা আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সূত্রপাত কোন দোকান থেকে হয়েছে, তা তাৎক্ষনিক ভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই এই দুর্ঘটনা হতে পারে। সেখানে পানের আড়ৎ, মনোহারী দোকানের গোডাউন, টেইলাস্ দোকানসহ, বিভিন্ন মনোহারী দোকানের গোদাম ছিল।

 

হালুয়াঘাট ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মানিক মিয়া জানান, খবর পেয়ে হালুয়াঘাট ও ফুলপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তবে কিভাবে আগুন লেগেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লাগতে পারে।

সম্পাদক ও প্রকাশকঃ- ফরিদুজ্জামান শান্ত, মোবাইলঃ- +৮৮০১৮৫২-৩২৬২৪০ বার্তা কক্ষঃ- i) chetona24news@gmail.com  ii) add.chetona24news@gmail.com  iii) c24n.news@gmail.com . কপিরাইট © চেতনা ২৪ নিউজ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন