
ময়মনসিংহ নগরীর রঘুরামপুর শম্ভুগঞ্জ হেয়ার ব্রিকস্ ফ্যাক্টরীটিতে প্রহরীদের বেধে প্রায় লাখ ইলেকট্রনিকস (তামার তার) চুরির রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত ৮ চোর আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। তাদের কাছ থেকে ১৪০ কেজি (লুণ্ঠিত) তামার তার উদ্ধার করা হয়েছে।
ডিবির ওসি মফিদুল ইসলাম জানান, গত ২৫ মে রাত প্রায় ৩ টারদিকে অজ্ঞাতনামা ১০/১৫ জন ডাকাতরা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ময়মনসিংহ নগরীর রঘুরামপুর শম্ভুগঞ্জ হেয়ার ব্রিকস্ ফ্যাক্টরীর তালা ভেঙ্গে প্রবেশ করে তিনজন নিরাপত্তা প্রহরীদেরকে জোরপুর্বক দড়ি দিয়ে হাত-পা বেঁধে ফেলে।
এ সময় ডাকাগদল বেধে রাখার প্রহরীদের চাঁদর দিয়ে নাক, মুখ ঢেকে তাদের শরীরের বিভিন্ন স্থানে এলাপাথারীভাবে কিল, ঘুষি, লাথি মেরে জখম করে। ডাকাতদল ফ্যাক্টরীর ভিতর থেকে হাই ভোল্টেজের ইলেকট্রিকের তারসহ প্রায় ১২ লাখ টাকা মুল্যের বিভিন্ন মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়।
এ ঘটনায় হেয়ার ব্রিকস্ লিমিটেডের সুপারভাইজার সৈয়দ আশরাফুল হক বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৪৬, তারিখ-১৫/০৬/২০২৫ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।
এই দুর্ধর্ষ চুরির রহস্য উদঘাটন ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ সুপার কাজী আখতার উল আলমের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং কোতোয়ালী মডেল থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।
যৌথ টিমের টানা অভিযানে তারাকান্দা ও ভালুকা থানা এলাকা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ১৪০ কেজি লুণ্ঠিত তামার তার উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতদলের মধ্যে ৮ ডাকাত উক্ত ঘটনায় নিজেদেরকে জড়িয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো, মোঃ সোহেল, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ সেলিম, মোঃ শফিক মিয়া, স্বপন মিয়া, শাহ আলম ওরফে নাজমুল, কাজল চন্দ্র, মোঃ রইছ উদ্দিন ও মোহাম্মদ আলীকে গ্রেফতার করে।