
ময়মনসিংহ নগরের গাঙ্গীনারপাড় মোড়ে একটি দোকানের মালপত্র লুট করে বাইরে নতুন তালা লাগিয়ে দিয়েছে দুবৃর্ত্তরা।
বুধবার সকালে অলকা নদী বাংলা কমপ্লেক্সের তৃতীয় তলার জিরো পয়েন্ট নামের মুঠোফোন সেট বিক্রির দোকানে এই লুটের ঘটনা ঘটে। দোকানের মালিক হৃদয় খান নগরের বাঁশবাড়ি কলোনি এলাকার বাসিন্দা।
প্রতিদিন সকাল ১০টার দিকে বিপণি বিতানটির প্রধান ফটক খুলে দেওয়া হয়। অথচ এর আগেই ওই দোকান থেকে মালপত্র লুট করা হয়।
সিসিটিভি ক্যামেরা ফুটেজ থেকে দেখা যায়, সকাল ৯টা ৫৪ মিনিটে প্রধান ফটক খুলে দেওয়ার পর পাঁচজনের একটি দল ভেতরে প্রবেশ করে। তারা ভবনের তৃতীয় তলায় ঘুরাঘুরি শুরু করে।
১০টার দিকে জিরো পয়েন্ট নামের মোবাইল ফোনের দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে দুজন। বাইরে পায়চারি করতে থাকে অন্য তিনজন। ১০টা ৭ মিনিটে ব্যাগে মোবাইল ফোন ভরে দোকান থেকে বের হয় ওই দুজন। যাওয়ার সময় তারা দোকানটিতে নতুন একটি তালা লাগিয়ে যায়।
ব্যবসায়ী হৃদয় খান বলেন, বেলা ১১টার দিকে দোকানে এসে দেখেন নতুন তালা লাগানো। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। দোকান থেকে ২৮৫টি মুঠোফোন লুট হয়েছে, যার মূল্য ৬০ লাখ টাকা। এ ছাড়া নগদ ১০ লাখ টাকাও নিয়ে গেছে। খবর পেয়ে বেলা দেড়টার দিকে থানাপুলিশ, ডিবি পুলিশ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন সাংবাদিকদের বলেন, ‘অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা তদন্ত শুরু করেছি। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।