প্রকাশের সময়: ১২:৫৮ এম । শনিবার, ২১ জুন ২০২৫ প্রিন্টের তারিখঃ ৩:৪১ পিএম । শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

‎ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও আহত দশের অধিক

ফুয়াদ হাসান ময়মনসিংহ প্রতিনিধি, চেতনা ২৪ নিউজ ।।

ময়মনসিংহের ফুলপুর থানার অন্তর্গত ইন্দারাপার মোড়ে ২০ জুন শুক্রবার আনুমানিক রাত ৮টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রাতে থাকা ৫ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন । দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয় । বাসে আগুন ধরিয়ে দিলে হতাহত হয় বাসে থাকা আরো অনেক যাত্রী ।

‎

‎প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি হালুয়াঘাট থেকে ঢাকার দিকে দ্রুতগতিতে যাচ্ছিল এবং মাহিন্দ্রাটি ফুলপুর থেকে হালুয়াঘাটের দিকে যাচ্ছিল । ইন্দারাপার মোড়ে পৌঁছালে দু’টি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে ।

‎

‎সংঘর্ষের পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদেরকে ঘটনাস্থল থেকে সরিয়ে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় ।

‎

‎নিহতদের কারো পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি । নিহতদের ফুলপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা পরিচয় জানার চেষ্টা করছেন ।

‎

‎গুরুতর আহত কয়েকজনকে তৎক্ষণাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । গুরুতর আহত অবস্থায় থাকা একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার সময় পথিমধ্যেই অজ্ঞাত একজনের মৃত্যু হয় । মৃত ব্যক্তির লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে ।

‎

‎

‎পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার ও শনাক্তকরণের কাজ চলছে ।

‎

সম্পাদক ও প্রকাশকঃ- ফরিদুজ্জামান শান্ত, মোবাইলঃ- +৮৮০১৮৫২-৩২৬২৪০ বার্তা কক্ষঃ- i) chetona24news@gmail.com  ii) add.chetona24news@gmail.com  iii) c24n.news@gmail.com . কপিরাইট © চেতনা ২৪ নিউজ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন