প্রকাশের সময়: ১০:২৮ পিএম । সোমবার, ২৩ জুন ২০২৫ প্রিন্টের তারিখঃ ৯:৫২ পিএম । শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

ময়মনসিংহে নির্বাচন কার্যালয়ে দুদকের অভিযান

ফুয়াদ হাসান ময়মনসিংহ প্রতিনিধি, চেতনা ২৪ নিউজ ।।

ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। এ সময় দুদক কর্মকর্তারা সেবাপ্রার্থীদের বিভিন্ন অভিযোগের বিষয়ে নির্বাচন অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলেন।

 

সোমবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ জেলা কার্যালয়ের দুদকের সহকারী পরিচালক মো: বুলু মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলামের কক্ষে দুদকের সামনে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন সেবাপ্রার্থীরা। যদিও নির্বাচন কর্মকর্তার দাবি তাদের অফিসে কোনো অনিয়ম, দুর্নীতি হয়নি।

 

অভিযানের বিষয়ে দুদকের সমন্বিত বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বুলু মিয়া বলেন, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করছি। সরকারি দফতরে এসে মানুষের এত হয়রানি কোনোভাবেই কাম্য নয়। সেবাগ্রহীতাদের কাছ থেকে অভিযোগগুলো নিয়ে সে অনুযায়ী কাগজপত্র সংগ্রহ করে আমরা কমিশন জমা নেব। কোনো অনিয়মের প্রমাণ পেলে কমিশন অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

সম্পাদক ও প্রকাশকঃ- ফরিদুজ্জামান শান্ত, মোবাইলঃ- +৮৮০১৮৫২-৩২৬২৪০ বার্তা কক্ষঃ- i) chetona24news@gmail.com  ii) add.chetona24news@gmail.com  iii) c24n.news@gmail.com . কপিরাইট © চেতনা ২৪ নিউজ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন