প্রকাশের সময়: ২:০৯ এম । রবিবার, ২৯ জুন ২০২৫ প্রিন্টের তারিখঃ ৯:৪১ পিএম । শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

ময়মনসিংহে সাবেক এমপি তুহিন ও পরিকল্পনা মন্ত্রীর কন্যার বিরুদ্ধে মামলা

ফুয়াদ হাসান ময়মনসিংহ প্রতিনিধি, চেতনা ২৪ নিউজ ।।

নান্দাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সাবেক এমপি আনোয়ারুল ইসলাম তুহিন, সাবেক পরিকল্পনামন্ত্রীর মেজর জেনারেল(অব) আব্দুস সালাম মেয়ে, উপজেলা ও ইউপি চেয়ারম্যানসহ ১৩৭ জনের নামে আদালতে অভিযোগ করা হয়েছে।

 

অভিযোগে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, সাবেক পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের কন্যা ওয়াহিদা হোসেন রুপা, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান, পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের ১৬২ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

 

গত বছরের ২ আগস্ট আ.লীগ সরকার পতনের এক দফা দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রদের ওপর হামলা করায় বুধবার (২৫জুন) ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৯নং আমলি আদালতে নাহিদুল ইসলাম আকন্দ নামে বৈষম্যবিরোধী এক ছাত্র এ অভিযোগ করেন। এ বিষয়ে অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে থানায় কোনো মামলা রুজু আছে কি না সে বিষয়ে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নান্দাইল মডেল থানার ওসিকে আদালত নির্দেশ প্রদান করেন।

 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ‘আদালত থেকে একটি অনুলিপি পেয়েছি। নির্দেশনা অনুযায়ী তদন্ত করে ২ জুলাইয়ের আগেই প্রতিবেদন দাখিল করা হবে।’

সম্পাদক ও প্রকাশকঃ- ফরিদুজ্জামান শান্ত, মোবাইলঃ- +৮৮০১৮৫২-৩২৬২৪০ বার্তা কক্ষঃ- i) chetona24news@gmail.com  ii) add.chetona24news@gmail.com  iii) c24n.news@gmail.com . কপিরাইট © চেতনা ২৪ নিউজ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন