ময়মনসিংহের ফুলপুর থানার অন্তর্গত ইন্দারাপার মোড়ে ২০ জুন শুক্রবার আনুমানিক রাত ৮টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রাতে থাকা ৫ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন । দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয় । বাসে আগুন ধরিয়ে দিলে হতাহত হয় বাসে থাকা আরো অনেক যাত্রী ।
প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি হালুয়াঘাট থেকে ঢাকার দিকে দ্রুতগতিতে যাচ্ছিল এবং মাহিন্দ্রাটি ফুলপুর থেকে হালুয়াঘাটের দিকে যাচ্ছিল । ইন্দারাপার মোড়ে পৌঁছালে দু’টি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে ।
সংঘর্ষের পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদেরকে ঘটনাস্থল থেকে সরিয়ে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় ।
নিহতদের কারো পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি । নিহতদের ফুলপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা পরিচয় জানার চেষ্টা করছেন ।
গুরুতর আহত কয়েকজনকে তৎক্ষণাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । গুরুতর আহত অবস্থায় থাকা একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার সময় পথিমধ্যেই অজ্ঞাত একজনের মৃত্যু হয় । মৃত ব্যক্তির লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে ।
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার ও শনাক্তকরণের কাজ চলছে ।
মন্তব্য করুন